শিরোনাম ::
রাঙামাটির দুর্গম পাহাড়ে গোলাগুলি, সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা কর্মসূচির নিরাপত্তায় থাকবে ৯ শতাধিক পুলিশ দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর কুয়েটে ক্লাস শুরু আজ তিন ক্যাটাগরিতে আহত ১৭৫৭ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ টঙ্গীতে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ আজ বিশ্ব বাঘ দিবস, ‘বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি’ বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে যা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়া পূর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ও বর্তমান প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ।

সোমবার (২৮ জুলাই) কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার (ইউপি সদস) ও প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একইসঙ্গে পরিপত্রে উল্লেখ করা হয়েছে, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুষ্ঠু ও কার্যকর ভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলালসহ ৩১জন ব্যক্তির স্বাক্ষরিত একটি আবেদনপত্র জমা দেওয়া হয়।
ওই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়ের আলোকে ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসকের কাছে সুপারিশপত্র পেরণ।

এরই আলোকে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে আমি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জনগনের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও পরিষদের সেবাসহ সকল কার্যক্রম তরান্বিত করতে আমার ধারাবাহিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গতঃ ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে
পুর্ববড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ফারহানা আফরিন মুন্না।
নির্বাচিত হয়ে তিনি পরিষদের সেবাসহ প্রশাসনিক কার্যক্রমে যথাযথ ভাবে দায়িত্ব পালন করেছেন।

কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ইউপি চেয়ারম্যান (ফারহানা আফরিন মুন্না) দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগে পরিষদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীকে পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করেন কক্সবাজারের জেলা প্রশাসক। ##


আরো খবর: