শিরোনাম ::
নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়িতে ডাকাত আবছার ৪টি অস্ত্র ৮ রাউন্ড গুলিসহ আটক র‍্যাবের অভিযানে গ্রেনেড ও বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফি আটক রাঙামাটির দুর্গম পাহাড়ে গোলাগুলি, সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা কর্মসূচির নিরাপত্তায় থাকবে ৯ শতাধিক পুলিশ দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর কুয়েটে ক্লাস শুরু আজ তিন ক্যাটাগরিতে আহত ১৭৫৭ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ টঙ্গীতে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানোর উদ্যোগ, নেমে আসতে পারে ৫৬-৬০ দিনে

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ঢাকা, ২৮ জুলাই – মিছিল-সমাবেশ, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে একের পর এক বন্ধ রাখতে হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্থগিত থাকছে ক্লাস ও পরীক্ষা। ক্লাস কম হওয়ায় শিখন ঘাটতি নিয়ে পরের ক্লাসে উঠছে শিক্ষার্থীরা। নেতিবাচক প্রভাব পড়ছে মানসম্মত শিক্ষায়।

সার্বিক দিক বিবেচনায় দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা যৌথসভাও করেছে।

বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মতামত জানতে চাওয়া হয়েছে। তাদের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে এটি একেবারে প্রাথমিক আলোচনা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বছর এমন কোনো সিদ্ধান্ত কার্যকর করাও হবে না। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারলে তা আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ছুটি কিছুটা কমানো হতে পারে।

বর্তমানে ছুটি কতদিন, নামতে পারে যত দিনে

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব উত্থাপন করা হয়। তবে মাউশির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সম্মতি দেওয়া হয়নি।

শিক্ষার দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ছুটিটা কমিয়ে ৫৬ থেকে ৬০ দিনের মধ্যে আনার পরিকল্পনা করা হয়েছে। যদি ১৬ থেকে ২০ দিন ছুটি কমানো যায়, তাহলে নানা কারণে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে যাবে। এ প্রস্তাবনা সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হবে। দপ্তরগুলো থেকে মতামত পেলে এ নিয়ে সভা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক শিক্ষাপঞ্জি ঠিক করার সময় ছুটি কিছুটা কমিয়ে দেওয়া হতে পারে।

সভায় উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছুটি কিছুটা কমিয়ে ক্লাসের সময় বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পর্যালোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে জানানো হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ জুলাই ২০২৫



আরো খবর: