শিরোনাম ::
সবচেয়ে ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা রতন গ্রেপ্তার তত্ত্বাবধায়ক বিষয়ে একমত হলেও মূল বিরোধ প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশদ্ভুত পুলিশ কর্মকর্তা দিদারুলসহ পাঁচজন নিহত ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য বৈঠক শুরু গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে অস্ত্রসহ ইজিবাইক চালক আটক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে চাকরি থেকে বরখাস্ত চকরিয়ায় মাদক স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মাদকসেবি আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির ‘জরুরি’ চিঠি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ঢাকা, ২৯ জুলাই – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠাতে চায় বিএনপি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি গত রোববার (২৭ জুলাই) খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষর করে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার পরামর্শ দিয়েছেন। সেই প্রেক্ষিতে তাঁর সফরের জন্য ‘নোট ভারবাল’ ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তাঁর সঙ্গে থাকা চার সফরসঙ্গীর নামও চিঠিতে উল্লেখ করা হয়েছে— এ বি এম আবদুস সাত্তার, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বি এম আবদুস সাত্তার জানান, খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তাঁর জন্য নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চেয়ে আবেদন করা হয়েছে। এই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। তবে এখনো খালেদা জিয়ার লন্ডন যাত্রা চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। দলের সূত্রে জানা গেছে, প্রয়োজনে তাঁকে আবারও লন্ডনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চিকিৎসা ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



আরো খবর: