শিরোনাম ::
তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু গোপালগঞ্জে এনসিপি নেতাদের প্রাণনাশের হুমকি থাকায় সহযোগিতা করেছে সেনাবাহিনী অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে মরিচ্যা যৌথ চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও সহযোগী আটক আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের বহু বাংলাভাষী মুসলিম বাসিন্দা অভিজিৎ রায় হত্যা মামলায় জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবি আজই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন রাশিয়ায় ভূমিকম্পের পর কামচাটকা উপদ্বীপে ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় নিজ বাড়িতে প্রবাস ফেরত রহিমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় নিজ বাড়িতে খুনের শিকার প্রবাস ফেরত বৃদ্ধ আবদুর রহিম হত্যার ঘটনায় চকরিয়া থানায় হত্যা মামলা হয়েছে।

সোমবার (২৮ জুলাই ) রাতে নিহত আবদুর রহিমের (৬৪) স্ত্রী ছেনু আরা বেগম বাদি হয়ে চকরিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি মোঃ শফিকুল ইসলাম।

নিহতের স্ত্রী ও মামলার বাদি ছেনুআরা বেগম স্বামীকে হত্যার ঘটনায় প্রতিবেশি কতিপয় লোকজন জড়িত থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ‘আমার স্বামীর সঙ্গে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। কিন্তু বাড়িভিটার সীমানা নিয়ে প্রতিবেশী আবদুল হাকিম, আরমানদের সঙ্গে বিরোধ রয়েছে আগে থেকে। এমনকি তাঁরা আমার বাড়ির ঘেরা-বেড়াও ভেঙে দিয়েছে অনেকবার।

তিনি আরও বলেন, কোরবানি ঈদের আগে ব্যবসার জন্য পাঁচটি গরু কেনেন আমার স্বামী। পরে সেগুলো বিক্রি করে টাকা স্টিলের আলমিরায় রেখে দেন। গত শুক্রবার আমি এবং আমার মেয়ে মহেশখালী উপজেলার মাতারবাড়ি যাই অসুস্থ ছেলেকে দেখতে।

সেই সময় ঘরের আলমিরায় ছিল নগদ ২ লাখ টাকা। এর দুইদিন পর রোববার (২৭ জুলাই) দিনের যে কোনো সময় ঘরে কেউ না থাকার সুযোগে আমার স্বামী রহিমকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা আলমিরা থেকে রক্ষিত ওই দুই লাখ টাকা নিয়ে গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিহতের স্ত্রী বাদি হয়ে সোমবার রাতে অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেছেন।

আমরা বাদির অভিযোগ মতে, বাড়িভিটার সীমানা বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি সন্দেহভাজনদের নজরে রাখা হয়েছে। আশা করছি খুব সহসা হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো। ##


আরো খবর: