শিরোনাম ::
বাংলাদেশ সেমিট্রি’র ঐতিহাসিক উদ্বোধন – DesheBideshe দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ৩ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাবার ফেলল ছয়টি দেশ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীয়তপুরে এনসিপির ২ নেতার পদত্যাগ কলকাতা থেকে ফিরে গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আ. লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি শান্ত দেশের প্রায় ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, বান্দরবানে সবচেয়ে বেশি
August 2, 2025, 4:00 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫


অটোয়া, ৩১ জুলাই – গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দেন।

এর আগে ইউরোপীয় দুই পরাশক্তি ফ্রান্স ও যুক্তরাজ্যও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে বুধবার কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশা করেছিল অটোয়া, কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয়।

কার্নি জানান, “২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

এর আগে চলতি মাসেই যুক্তরাজ্য ও ফ্রান্সও একই ধরনের ঘোষণা দেয়। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে কী প্রভাব ফেলবে, তা এখনো পরিষ্কার নয়। এ দুটি অঞ্চল নিয়েই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে।

কার্নি বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ধরে রাখার মানে হচ্ছে, যারা শান্তিকে সহিংসতার ওপর প্রাধান্য দেয়, তাদের পাশে দাঁড়ানো।”

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র শুরু থেকেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে আসছে। তাদের দাবি, এতে হামাস পুরস্কৃত হবে। এ মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে স্বীকৃতির কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “তার কথা কোনও গুরুত্ব রাখে না। এতে কিছুই পরিবর্তন হবে না।”

মঙ্গলবার তিনি যুক্তরাজ্যের উদ্যোগেরও বিরোধিতা করেন। স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসেনি বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, “আপনি বলতে পারেন, এতে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে। আমি তা সমর্থন করি না। এটা আমার অবস্থান নয়।”

ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছে, যদিও জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই জোট কানাডা সরকারকে “মিথ্যার জাল” তৈরি করার অভিযোগ এনে ইসরায়েলে সব অস্ত্র রপ্তানির অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে।

এদিকে বুধবার কানাডার মুসলিম সম্প্রদায়ের জাতীয় পরিষদ প্রধানমন্ত্রী কার্নির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে একইসঙ্গে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে কানাডার প্রতি আহ্বানও জানিয়েছে তারা।

তারা এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের আচরণ ট্রাম্প প্রশাসনের সেই চাপের মতো, যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানাতে বলা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, “কানাডাকে অবশ্যই আমাদের মূল্যবোধের পক্ষে দাঁড়িয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন গাজা দখলের পক্ষে দাঁড়ায় এবং একইসঙ্গে কানাডার সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলে।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ জুলাই ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: