শিরোনাম ::
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় সই টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতনামা যুবককে গণপিটুনি দিয়ে হত্যা স্থলপথে বাংলাদেশের ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন জামায়াত আমির শফিকুর রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে যুবসমাজ ১৫ টাকা কেজিদরে মাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার একাদশে ভর্তির প্রথম ধাপে আবেদনের শেষ সময় ১৫ আগস্ট ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ
August 12, 2025, 10:19 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২ দল, মাঠ পর্যায়ে হবে তদন্ত

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, আগস্ট ১১, ২০২৫


ঢাকা, ১১ আগস্ট – রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই–বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্তত ২২টি দল উত্তীর্ণ হয়েছে। দ্রুত এসব দলের কার্যক্রম মাঠপর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করা ৮৪টি দলের মধ্যে ২২টির মাঠ পর্যায়ের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। দলগুলোর দেওয়া তথ্য এবং মাঠ পর্যায়ের বাস্তবতার ওপর ভিত্তি করে এ যাচাই কার্যক্রম পরিচালিত হবে। যাচাই-বাছাই করা ২২টি দলের পদাধিকারীর তালিকা নিচে দেওয়া হলো।

১. ফরওয়ার্ড পার্টি: এ দলের মহাসচিব হিসেবে রয়েছেন মো. মাহবুবুল আলম চৌধুরী।

২. আমজনতার দল: কর্নেল মিয়া মসিউজ্জামান এই দলের সভাপতি।

৫. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: মহাসচিব মুহাম্মদ মুসা বিন ইযহার।

৬. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): এ দলের সমন্বয়ক মাসুদ রানা।

৭. মৌলিক বাংলা: সাধারণ সম্পাদক ফুয়াদ সাকী।

৮. বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি: চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন।

১০. জনতার দল: ব্রিগেডিয়ার জেনারেল অব. মো. শামীম কামাল চেয়ারম্যান পদে রয়েছেন।

১১. জনতা পার্টি বাংলাদেশ: ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন এবিএম ওয়ালিউর রহমান খান।

১২. বাংলাদেশ আম জনগণ পার্টি: আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন।

১৩. জাতীয় নাগরিক পার্টি-এনসিপি: মো. নাহিদ ইসলাম এ দলের আহ্বায়ক।

১৪. বাংলাদেশ জাতীয় লীগ: চেয়ারম্যান মাহবুবুল আলম।

১৫. ভাসানী জনশক্তি পাটি: শেখ মো. রফিকুল ইসলাম এই দলের চেয়ারম্যান।

১৬. বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ: সভাপতি মো. আতিকুর রহমান (রাজা)।

১৭. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম): সভাপতি আব্দুস সামাদ সুজন।

১৮. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ): এ দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

১৯. জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি: মহাসচিব মুফতি মোহাম্মদ আবদুল কাইয়ুম।

২০. বাংলাদেশ বেকার সমাজ (বাবেস): সভাপতি মো. হাসান।

২১. বাংলাদেশ সলিউশন পার্টি (বিএসপি): শামছুল হক এ দলের সভাপতি।

২২. নতুন বাংলাদেশ পার্টি: চেয়ারম্যান মেজর (অব.) সিকদার আনিসুর রহমান।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: