শিরোনাম ::
ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রতীকী প্রস্তাব অনুমোদন সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো বিমান বাহিনী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বিসিবির প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদউল্লাহ গাজায় ইসরায়েলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের ধানমন্ডি থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে বাংলাদেশেই হচ্ছে এসিসির মিটিং, যোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড চকরিয়ায় শশুর বাড়িতে যাবার পথে অস্ত্রের মুখে আটকিয়ে সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধর, সর্বস্ব ছিনতাই চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে কক্সবাজারে পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুদ্ধ থেকে বাঁচলেও প্রাণ গেল ভূমিকম্পে, সিরিয়ায় ফিরল ১৫০০ দেহ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

দামেস্ক, ১৮ ফেব্রুয়ারি – তুরস্ক-সিরিয়ায় গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। কেবল তুরস্কেই প্রাণহানি ৪০ হাজার ছুঁইছুঁই করছে। সিরিয়ায় মারা গেছেন প্রায় ছয় হাজার। এছাড়া তুরস্কে ভূমিকম্পে নিহত দেড় হাজারের বেশি সিরীয় নাগরিকের মরদেহ সিরিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুসারে, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬৭২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সিরীয় সরকার এবং জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় মারা গেছেন অন্তত ৫ হাজার ৮০০ জন। তবে এই সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। কয়েকদিন ধরেই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মৃতের সংখ্যা বাড়েনি।

এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে নিহত দেড় হাজারের বেশি সিরীয় নাগরিকের মরদেহ তুরস্ক থেকে সিরিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে। তারা শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিং দিয়ে ১ হাজার ৫২২টি মরদেহ সিরিয়ায় কবর দেওয়ার জন্য পাঠানো হয়েছে।

বেঁচে যাওয়া সিরীয় শরণার্থীদের মধ্যেও অনেকে স্বদেশে ফিরতে শুরু করেছেন। ভূমিকম্পের পরের দিন, অর্থাৎ গত ৭ ফেব্রুয়ারি অন্তত ১ হাজার ৭৯৭ জন সিরীয় সীমান্ত পাড়ি দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তুরস্কের নগরায়ন মন্ত্রণালয়ের ধারণা, ভূমিকম্পের আঘাতে দেশটিতে ৮৪ হাজার ৭০০টির বেশি ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে প্রথম সাহায্য পৌঁছেছিল। জাতিসংঘ জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৭৮টি ত্রাণবাহী ট্রাক তুরস্ক থেকে সিরিয়ার ওই অঞ্চলে প্রবেশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে গত শুক্রবার বিশ্বজুড়ে মসজিদে মসজিদে গায়েবানা জানাজা আদায় করেছেন মুসলিমরা।

ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। তবে ভূমিকম্পের পর ১২ দিন পেরিয়ে যাওয়ায় কাউকে জীবিত উদ্ধার এখন অলৌকিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩

 

 


আরো খবর: