রামু প্রতিনিধি::
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের যুব নারী-পুরুষের অংশগ্রহনে প্রচারণা ও নাগরিক সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ডিএসকে কেএনএইচ বিএমজেড প্রকল্পের উদ্যোগে গত ১৬ ও ১৭ জুলাই উখিয়ায় পালস বাংলাদেশ প্রশিক্ষণ সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে খুনিয়াপালং ইউনিয়নের ১, ২ ও ৩ নাম্বর ওয়ার্ডের ৩৩ জন যুব নারী-পুরুষ অংশ নেন।
২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, দৈনিক কালের কন্ঠের কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক এবং রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
কর্মশালার প্রথম দিনে সিনিয়র ম্যানেজার মর্তুজা আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
তিনি প্রশিক্ষণার্থী যুবদের উদ্দেশ্যে বলেন- যুব উন্নয়ন অধিদপ্তর দেশের শিক্ষিত-বেকার যুবগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে স্বাভলম্বী করছে। প্রশিক্ষণপ্রাপ্তদের সহজ শর্তে ঋনও দেয়া হয়। চলমান বিভিন্ন প্রশিক্ষণ ও সুযোগ সুবিধাদি গ্রহণের জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। এছাড়াও তিনি যুবদের নিয়ে ডিএসকে-র বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মে.: শফিকুল ইসলাম সামাজিক সংহতি ও যুব উন্নয়ন বিষয়ক অর্জিত কার্যক্রমের অগ্রগতি উত্থাপন করেন।
রিফ্রেশার্স প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন অধ্যাপক মঈনুল হাসান পলাশ ও এসএম আরোজ ফারুক সমাজে সম্প্রীতি বজায় রাখতে নাগরিক সাংবাদিকতার ভূমিকা এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব, তথ্য যাচাই ও ভুয়া খবর প্রতিরোধ, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের কৌশল, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন।
২য় দিনে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন সোয়েব সাঈদ।
তিনি মানবাধিকার, সম্প্রদায় সংবেদনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রশিক্ষণ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নে সহায়তা করেন রাশেদুল হক সরকার, মোকাররম হাসান, যুক্তি চাকমা।
আয়োজকরা জানিয়েছেন- এ প্রশিক্ষণ কর্মশালা যুব সমাজকে সচেতন, দায়িত্বশীল এবং সমাজ পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
##