উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে ১ (এক) কেজি গাঁজাসহ হাসিনা (৩৫) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশক্রমে এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব ঠাকুরদাস মন্ডলের নেতৃত্বে দিবাকালীন মোবাইল-১ ডিউটি পার্টি এই অভিযান পরিচালনা করে।
অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪–এ বসবাসরত রোহিঙ্গা নারী হাসিনা, পিতা-আব্দুস সালাম, এমআরসি নং-৬২০২৮/এ, এর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি নীল রঙের পলিথিন ব্যাগের ভিতর থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজাসহ গ্রেপ্তারকৃত হাসিনাকে পরবর্তীতে কুতুপালং পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এ বিষয়ে সাধারণ ডায়েরী করে আইনানুগ প্রক্রিয়ায় আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।