শিরোনাম ::
কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন বসতঘরে মিলল ১ লাখ পিস ইয়াবা, নারী আটক
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

রামু প্রতিনিধি::

রামুর সুসমাদৃত ইসলামী শিক্ষাকেন্দ্র কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসার দাখিল পরীক্ষা’২০২৫ এ- কৃতিত্ব স্থাপনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত ও পুরস্কৃত হয়েছে। ১৫ জুলাই (মঙ্গলবার), বিকেলে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন, সৌদি আরবের বিশিষ্ট দাঈ শায়খ ওসমান আল-ক্বারনী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদ আল-ক্বারনী।

প্রতিষ্ঠাতা মুহতামিম মুনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিদ্বয় বলেন, নবপ্রজন্মকে ইসলামী শিক্ষার আলোয় গড়ে তোলার মাধ্যমে সমাজকে আলোকিত করাই দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন। এক্ষেত্রে তা’লীমুল কুরআন মাদ্রাসা অনন্য অবদানের ধারাবাহিকতায় এক উজ্জ্বল মাইল ফলক রচনা করেছে। বৃহৎ একটি গ্রামীণ জনপদের বিপুল সংখ্যক শিক্ষার্থী এ মাদ্রাসার মানসম্পন্ন শিক্ষাকার্যক্রমে কুরআন-সুন্নাহর প্রকৃত সৌরভে ধন্য হচ্ছে জেনে আমরা আনন্দিত। কেবল এই এলাকা নয়; দূর-দূরান্ত থেকেও ইলমে নবভী আহরণে ছুটে আসা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের পড়ালেখায় এ ক্যাম্পাস মুখরিত। যা সুন্দর আগামীর পানে অভিযাত্রায় আমাদের আশান্বিত করে। ইসলাম, দেশ ও জাতির যথার্থ কল্যাণে চমৎকার পরিবেশে এ দ্বীনি শিক্ষাকেন্দ্রের মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম, ইসলামী তাহযীব-তামাদ্দুনের চর্চা, আধুনিক তথ্য-প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণসহ দক্ষতা বৃদ্ধির কর্মপ্রয়াস এতদঞ্চলে এক অনন্য দৃষ্টান্ত। গভীর অভিনিবেশে পড়া-লেখা করে ইলমে নবভীর আলো ছড়িয়ে দিতে হবে বিভিন্ন জনপদে। তৈরি করতে হবে আলোকিত দেশ ও জাতি।

অনুষ্ঠানে মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ হাসান বলেন, প্রথমবারের মত দাখিল পরীক্ষায় অংশ নিয়ে আমাদের শিক্ষার্থীরা চমৎকার কৃতিত্ব স্থাপন করেছে আলহামদুলিল্লাহ। পরীক্ষায় অংশ নেয়া এ মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থীর মধ্যে এ প্লাস পেয়েছে ২ জন, এ পেয়েছে ১২ জন, এ মাইনাস পেয়েছে ১ জন। গত ১০ জুলাই’২০২৫ এর প্রকাশিত এ ফলাফল আগামীর পরিক্ষার্থীদের জন্যও প্রেরণার দীপ্তি। আরো উত্তরোত্তর সাফল্যের সাথে এগিয়ে যেতে আমরা দু’আ চাই।

শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ আলা উদ্দিন ও শিক্ষক মাওলানা আরফাতের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী নির্বাহী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হান্নান।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্রী নাঈমা সোলতানা নূরী ও মাহবুবা ছিদ্দীকা শিফাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত এবং ৫,০০০/- করে নগদ টাকা ও জায়নামায দিয়ে পুরস্কৃত করা হয়। অন্যদেরও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সেই সাথে নগদ ৫০০ টাকা ও জায়নামায দিয়ে পুরস্কৃত করা হয়। এসময় সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলীও আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত হন। আগামীতেও মারকাযী ও দাখিল পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রাখতে শিক্ষক- শিক্ষার্থীরা যেন অনুপ্রাণিত হন সে জন্য এ সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়।


আরো খবর: