শিরোনাম ::
পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে বিএনপি আন্তর্জাতিক আদালতে যাবে দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণে রাখছে সরকার গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে প্রাণ গেল কিশোরের সিন্ধুতে ভারত বাঁধ নির্মাণ করলে মিসাইল মেরে ধসিয়ে দেবে পাকিস্তান হজ কার্যক্রমে অংশ নিতে দ্বিতীয় পর্যায়ে অনুমতি পেল ২৩৪টি এজেন্সি দেশে আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো হয়েছে, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন করতে পারব বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো স্বাস্থ্যের দুই শীর্ষ কর্মকর্তাকে নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের জরুরি নির্দেশনা শিক্ষার্থীরা এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন চাদে সহিংসতা উস্কে দেয়ার দায়ে সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড
August 11, 2025, 4:01 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস, দাবি ভারতের

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, আগস্ট ১০, ২০২৫


নয়াদিল্লি, ১০ আগস্ট – গত জুন মাসের শুরুর দিকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে বড় তথ্য প্রকাশ করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত (এপি) সিং। তিনি দাবি করেছেন, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানি বাহিনীর অন্তত ৬টি বিমান ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী।

শুক্রবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর একটি বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিং। সেখানে তিনি বলেন, “অন্তত ৫টি যুদ্ধবিমান এবং একটি সামরিক কার্গো— পাকিস্তানের সমারিক বাহিনীর ৬টি বিমান আমরা ধ্বংস করেছি। বিমানগুলো ধ্বংস করা হয়েছে ভূমি থেকে রকেট ফায়ারের মাধ্যমে। প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে আমরা ফায়ার করেছিলাম।”

“এটা একটা রেকর্ড। কারণ এর আগে কখনও ভূমি থেকে ফায়ার করে আমরা পাকিস্তানের এতগুলো যুদ্ধবিমান ধ্বংস করিনি।”

বিমান বাহিনীর প্রধান আরও জানান, ৬টি বিমানই ধ্বংস করা হয়েছে এই ছ’টি পাকিস্তানি বিমানকেই ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ব্যবহার করে। বস্তুত, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরি।

এই ছ’টি পাকিস্তানি বিমান ধ্বংসের পাশাপাশি আকাশপথে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলার সময়েও বেশ কিছু পাকিস্তানি বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত। বিশেষ করে পাকিস্তানের জাকোবাবাদে সামরিক ঘাঁটির কথাও উল্লেখ করেন তিনি। সেখানে এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ছিল। ওই হ্যাঙ্গারটির অর্ধেকই ধ্বংস হয়ে গিয়েছে বলে জানান বায়ুসেনা প্রধান।

ভয়াবহ এই জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। কিন্তু দেশটির কেন্দ্রীয় সরকার ভারতের এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলে, পাকিস্তানকে হেয় করার জন্য ভারত নিজে এই হামলার পরিকল্পনা সাজিয়েছে।

এই নিয়ে নয়াদিল্লি ও ইসলামাদের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ৪ থেকে ৭ জুন পর্যন্ত পাকিস্তানের আজাদ কাশ্মির, পাঞ্জাব ও সিন্ধে অভিযান পরিচালনা করে ভারতের বিমান বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী সেই অভিযানের নাম দেয় অপারেশন সিঁদুর।

এর পরে অবশ্য ৭ জুন থেকে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ পরিচালনা করে পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: