শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মৎস্য সংগঠন ব্যবসায়ীদের চিঠি ছারছীনা পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সালাহউদ্দিন আহমেদ রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি গঠন করল সরকার ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান বাংলাদেশের দুপুরের মধ্যে সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস চকরিয়ায় নিজ বাড়িতে প্রবাস ফেরত রহিমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সবচেয়ে ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা রতন গ্রেপ্তার তত্ত্বাবধায়ক বিষয়ে একমত হলেও মূল বিরোধ প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায়
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ওয়াশিংটন, ২৯ জুলাই – বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট (চালকের আসন) থেকে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক পাইলট। রোববার স্থানীয় সময় সকাল ৭ টা ৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা।

এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার ওই চালকের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)। তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের চাকরি করেছেন। যে ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটিও ডেল্টা এয়ারলাইন্সের।

যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর থেকে রওনা হয়ে রোববার সকাল ৭টার কিছু আগে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান। বিমানটি অবতরণের ১০ মিনিটের মধ্যে গ্রেপ্তার হন রুস্তম। যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখনও সব যাত্রী বিমান থেকে নামেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি’র একটি তদন্ত দল এবং স্থানীয় পুলিশকর্মীরা আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। অবতরণের সঙ্গে সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটির প্রায় জনা দশেক তদন্তকারী বিমানের ভিতরে প্রবেশ করেন। এর পরে ককপিট থেকে ওই পাইলটকে হাতকড়া পরিয়ে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর সহ-পাইলটও ঘটনার আকস্মিকতায় কিছুটা হকচকিয়ে যান।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রুস্তমকে যে গ্রেফতার করা হতে পারে, তা তার সহ-পাইলটও জানতেন না। পুলিশি সক্রিয়তার বিষয়ে অভিযুক্ত জেনে যেতে পারেন, সেই আশঙ্কা থেকেই সহ-পাইলটকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সহ-পাইলট নিজেও এ ঘটনায় হকচকিয়ে গিয়েছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ জুলাই ২০২৫



আরো খবর: