বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেছেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং এর আলোকে বিচার সংস্কার ও নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
শনিবার বিকেলে নগরীর কর্নেল হাট বাদামতলীর একটি কমিউনিটি সেন্টারে আকবরশাহ থানা জামায়াত আয়োজিত সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মুহাম্মদ শাহাজাহান বলেন, নির্বাচনের আগে দৃশ্যমান বিচারের ব্যবস্থা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতি আর ফ্যাসিস্ট আমলের মত প্রহসনের নির্বাচন দেখতে চায় না।
আকবরশাহ থানা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন খুলশী থানা জামায়াতের আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাহাড়তলী থানা জামায়াতের আমির মো. নুরুল আলম, আকবরশাহ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন, কাউন্সিলর পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, ইউসুফ চৌধুরী প্রমুখ।