ওয়াশিংটন, ৩১ জুলাই – ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সম্প্রতি এক ইহুদি দাতাকে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, “আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে।”
ওই ইহুদি ট্রাম্পের দলকে অর্থ দিয়ে সহায়তা করে থাকেন। তার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
ফিন্যান্সিয়াল টাইমসকে মধ্যপ্রাচ্যবিষয়ক এক বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের সমর্থকদের মধ্যে শক্তিশালী ইহুদি ও ইসরায়েল বিরোধী অবস্থান তৈরি হচ্ছে। যা হোয়াইট হাউজের নজরেও এসেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল দুই মাসের বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছিল। এতে করে সেখানে খাদ্য সংকটের দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মানুষকে না খেয়ে থাকতে হচ্ছিল। না খেতে পেয়ে শিশুরা অপুষ্টিতে ভুগে মৃত্যুর দ্বারপ্রান্তে আছে— এমন কিছু ছবি বিশ্ব মিডিয়ায় প্রকাশ পায়। এরপর এ নিয়ে হৈ চৈ শুরু হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির অনেক সদস্য গাজার মানুষকে অভুক্ত রাখার বিষয়টির সমালোচনা করেন। এরমধ্যে জানা গেলো, ট্রাম্প ইহুদি দাতাকে বলেছেন, তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ জুলাই ২০২৫