শিরোনাম ::
মরিচ্যা যৌথ চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও সহযোগী আটক আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের বহু বাংলাভাষী মুসলিম বাসিন্দা অভিজিৎ রায় হত্যা মামলায় জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবি আজই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন রাশিয়ায় ভূমিকম্পের পর কামচাটকা উপদ্বীপে ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১০৪, আহত ৩৯৯ জন তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা এনসিপির “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি সমাপ্ত কৃষি খাতে অত্যাধুনিক ড্রোনপ্রযুক্তি হস্তান্তরসহ একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫


ঢাকা, ৩০ জুলাই – অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও যারা সেসময় মারা গেছে, এরকম অনেক নাম আমরা পেয়েছি। কিন্তু, তাদের নাম জুলাই শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলোকে অচিরেই আমরা গেজেট থেকে বাতিল করবো। একইভাবে আমরা আহতদের ব্যাপারেও চেষ্টা করছি।

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছোটদের মাসিক পত্রিকা ‘মুগ্ধ জুলাই’র বিশেষ সংখার প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পেনিনসুলা ডেভলপমেন্ট।

ফারুক-ই-আজম বলেন, জুলাইয়ের স্মৃতি যাতে অম্লান থাকে সরকার এ বিষয়ে কাজ করছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদদের একটি তালিকা পেয়েছি এবং এটাকে গেজেট করা হয়েছে। এটা অনেক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনায় নিয়েছি। একইভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা জুলাই আহতদের তালিকা পেয়েছি। যেদিন আমরা তালিকা পেয়েছি ওইদিনই সেটিকে গেজেট আকারে প্রকাশ করেছি।

তিনি বলেন, আমাদের কাছে দৃষ্টান্ত আছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। আজকের ৫৪ বছর হয়ে গেছে কিন্তু এখনো পরিপূর্ণ তালিকা হয়নি। শহীদদেরও কোনো তালিকা হয়নি। ২০০৫ সালে ৫৩৫ শহীদের একটা তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত ওটাই হলো শহীদের সংখ্যা। জুলাই শহীদ এবং যোদ্ধাদের সাথেও যাতে এরকম কিছু না হয়, সেজন্য সতর্কতার সাথে আমরা এটা সম্পন্ন করেছি। জুলাইয়ে আহত এবং নিহতদের দুই তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই-বাছাই করছি। এটা যাতে একেবারে পরিশুদ্ধ হয় সেজন্য আমরা মন্ত্রণালয় এবং সমগ্র দেশের মাঠ পর্যায়ের প্রশাসন থেকে যাচাই-বাছাই করে নিচ্ছি।

তিনি আরও বলেন, জুলাইয়ে আহতদের মাসিক ভাতার বিষয়টি নিয়ে কাজ করছি। একইভাবে তাদের পুনর্বাসনের বিষয়টিও যুক্ত হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ জুলাই ২০২৫



আরো খবর: