কক্সবাজারের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের নাপিতপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়ি থেকে একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করেছে বনবিভাগ।
এ অজগরটি ১০ ফুট লম্বা ও আনুমানিক ২৫ কেজি হতে পারে বলে উখিয়ার দৌছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি জানিয়েছেন।
শনিবার(১৬ আগষ্ট) দুপুরে এ বার্মিজ অজগরটি উদ্ধার করেন।
জানা যায়,উখিয়ার রাজাপালং ইউনিয়নের নাপিত পাড়া এলাকার আবদুর রহিমের বাড়ির আম গাছে অজগর সাপটি দেখতে পায় এলাকাবাসী।পরে বনবিভাগকে অবগত করা হলে একদল বন কর্মী ঘটনাস্থলে গিয়ে বার্মিজ অজগরটি উদ্ধার করেন।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তা আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন অজগর সাপটিকে সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।