নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী, কুখ্যাত ডাকাত ও ৯টি মামলার পলাতক আসামি মো. আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম ডাকাতকে অস্ত্র ও তাজা গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ জানিয়েছে, চাঁদাবাজি, হত্যা, মাদক, ডাকাতি ও মারামারি সহ মোট ৯টি মামলা রয়েছে আনু সালাম ডাকাতের বিরুদ্ধে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও অত্যাচারে অতিষ্ঠ ছিল এবং তাকে গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বারবার অভিযোগ জানিয়ে আসছিল।
র্যাব-১৫ বিগত এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। চলমান অভিযানের ধারাবাহিকতায় ২৫ জুলাই রাতে জেলা পুলিশের সহযোগিতায় এক বিশেষ অভিযানে আনু সালামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার বন্দুক, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আনু সালাম (৩৫) মৃত আবুল কাশেম ও মৃত খদিজা বেগমের ছেলে। তার ঠিকানা উখিয়া রাজাপালং ইউপির ৬নং ওয়ার্ডের মধুরছড়া।
র্যাব আরও জানায়, আনু সালাম বিগত সরকার আমলে দলীয় লোকদের সাথে সম্পৃক্ত থেকে সরকারি বনভূমি দখল করে বাড়ি তৈরি, সংরক্ষিত বনভূমিতে বসবাসকারী লোকদের থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।