শিরোনাম ::
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকা ফ্রিজ করল সিআইডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৪ ডিআইজিকে টরন্টোতে বাড়ির দাম কমছে কি কমছে না! মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে উপস্থিত ছিল প্রায় ৫৯০ শিক্ষার্থী রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী গাজায় ‘খাদ্য কেন্দ্র’ খোলার ঘোষণা ট্রাম্পের, সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১৫ মামলায় পুলিশের চার্জশিট বীরভূমে পাচারচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতার মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য কিছু সংস্থার দায় রয়েছে ভারতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, মন্দিরে অসংখ্য লাশ মাটিচাপা দিতে বাধ্য করার অভিযোগ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া উপজেলায় বিএনপির জরুরি অবস্থান কর্মসূচির আহ্বান

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক::

উখিয়া উপজেলা বিএনপি একটি বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করে দলীয় নেতাকর্মীদের উপজেলার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১০ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সকল গুরুত্বপূর্ণ স্টেশনে উপস্থিত থেকে জনগণের মাঝে জনমত গঠনে কাজ করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্যাসিবাদী খুনি হাসিনার বিগত সময়ের নির্যাতন, লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে জনমত তৈরি ও ঐক্যবদ্ধ আন্দোলন নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ কর্মসূচিতে বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, দলীয় নির্দেশনা অনুযায়ী, উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনে এই কর্মসূচির আওতায় জনসাধারণের মাঝে প্রচারণা চালানোর পাশাপাশি বিএনপির শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে।


আরো খবর: