শিরোনাম ::
চকরিয়ায় নিজ বাড়িতে টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতা করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে নিহত পাইলট তৌকিরের পরিবারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সীমান্তে উত্তপ্ত থাইল্যান্ড-কম্বোডিয়া, নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান কম্বোডিয়ার চকরিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ক্রেস্ট উপহার নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেল যাত্রীবাহী বাস, আহত ২০ কুমিল্লায় হত্যা-মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা আগামী নির্বাচনের ‘আধুনিক হুমকি’ নিয়ে যা বললেন সিইসি মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এবার মৃত্যুর মিছিলে যোগ হলো জারিফ হামাস আসলে কোনো চুক্তিতে যেতে চায় না, তারা মৃত্যুকেই বেছে নিচ্ছে
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে কটেজ জোনে নগরবধূ ও খদ্দের আটক : ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

কক্সবাজারের কলাতলী লাইটহাউস পাড়ায় পতিতাপল্লী খ্যাত কটেজ জোনের বেশ কয়েকটি আবাসিক কটেজে যৌথ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার ৪ ফেব্রুয়ারী রাতে তিন ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্বে দেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো.সেলিম ও ডিবির ওসি । এঘটনায় দুইজন কটেজ ভাড়াটিয়াসহ ১০ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছে এসআই মিজানুর রহমান।

অভিযানে আরো অংশ নেন, কক্সবাজার সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গীয় ফোর্স।

এসময় ঢাকার বাড়ী-২ কটেজ,আমীর ড্রীম কটেজ , ঢাকার বাড়ি-১ কটেজসহ কয়েকটি কটেজ থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ জন পতিতা ও খদ্দের আটক করা হয়।
আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, কলাতলী লাইট হাউজ পাড়া কটেজ জোন এলাকায় আবাসিক কটেজের আড়ালে দীর্ঘদিন ধরে নারী নিয়ে ব্যবসার পাশাপাশি মাদক সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছিল।

সুত্রে আরো জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে ওইসব কটেজ নামের নগরবধূদের ডেরা থেকে ইয়াবা, পতিতা ও খদ্দের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার ও পতিতাবৃত্তির ধারায় মামলা দায়ের করা হয়। এরপর অনেকে দীর্ঘদিন কারাভোগের পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ফের জড়িয়ে পড়ে অনৈতিক ব্যবসায়।
কটেজ জোন এলাকার কয়েকটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে এধরনের অনৈতিক ব্যবসা নিয়ন্ত্রণ করে আর্থিক ভাবে লাভবান হলেও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে ধাবিত হচ্ছিল।

কক্সবাজার সদর মডেল থানা ইন্সপেক্টর (অপারেশন) মো. সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী লাইট হাউজপাড়া কটেজজোন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে কটেজ থেকে আটক করা হয় ৮ জন পতিতা, খদ্দের ও দালাল।মাদক, পতিতাবৃত্তি, ছিনতাইকারী সহ সব ধরনের অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রাখবে।

ইন্সপেক্টর (অপারেশন) মো. সেলিম আরও জানান, আটককৃত পতিতা, দালাল ও খদ্দরের বিরুদ্ধে এসআই মিজানুর রহমান বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের অভিযানে খবর ছড়িয়ে পড়লে আশপাশে কটেজগুলো থেকে আরো অন্তত শতাধিক পতিতা কৌশলে রংধনু কটেজ সড়ক দিয়ে নিরাপদে সরে পড়ে। তবে ১২ টার পর ফের শুরু হয়েছে পতিতা ব্যবসা।

আটককৃত পতিতা ও খদ্দরদের শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আরো খবর: