শিরোনাম ::
রাজশাহীতে অস্বাভাবিক হারে বাড়ছে পদ্মার পানি,‘টি-বাঁধ’ এলাকায় প্রবেশ নিষেধ জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, প্রাণ গেল স্ত্রীর মারা গেছেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় আসামিপক্ষের শুনানি আজ দেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে সংকট ও ঝুঁকি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও উদ্বেগ রয়ে গেছে সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস দৃশ্যমান সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে
August 13, 2025, 2:51 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

কক্সবাজারে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, মে ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় কক্সবাজারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা।

বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’। গত দুই বছর করোনা ভাইরাসের কারণে এ দিনটি উৎসবের মধ্যদিয়ে উদযাপন করতে পারেননি বৌদ্ধ ধর্মালম্বীরা।

রোববার (১৫ মে) দিবসটি উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন বৌদ্ধবিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুদ্ধপূজা ও শীলগ্রহণ, পিÐদান, ভিক্ষু সংঘের প্রাতরাশসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। এছাড়াও কক্সবাজারে বিকেলে দিনটি উপলক্ষ্যে র‌্যালী ও ধর্মীয় আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈশাখের পূর্ণিমা তিথিতে এ পূণ্যোৎসবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। অর্চনার পাশাপাশি তারা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করেন।

বৈশাখ মাসের এ পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন। আবার ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্বলাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: