কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজিসহ মাহবুব আলম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
সুত্র জানায়, অস্ত্র পাচারের গোপন তথ্য পেয়ে একটি অভিযানিক দল লিংক রোড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুটি সিএনজি আটক করা হয়। এর মধ্যে একটি সিএনজি (নং: কক্সবাজার থ-১১৬৯৫০) এর চালক মাহবুব আলমকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি মোবাইল ফোন ও নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত মাহবুব আলম মৃত রশিদ আহমেদের ছেলে। তার ঠিকানা পূর্ব মুক্তারকুল দরগাপাড়া, কক্সবাজার সদর থানা।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র, নগদ অর্থ ও সিএনজি রামু থানায় হস্তান্তর করা হয়েছে।