ঢাকা, ২৪ জুলাই – জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকার রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।
ঢাকার আশুলিয়া থানা এলাকায় রাসেল গাজী হত্যা মামলায় এদিন পলককে আদালতে উপস্থিত করে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের ওপর শুনানি শেষে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।
এদিন আদালতে শুনানি শুরুর আগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সাথে কথা বলতে থাকেন। এ সময় আইনজীবী কারাগারে পলকের কোনো কিছু প্রয়োজন আছে কি না জিজ্ঞাসা করেন। কোনো বই লাগবে কি না জিজ্ঞাসা করেন আইনজীবী। এখন কীভাবে সময় কাটাচ্ছেন কারাগারে এই প্রশ্নের উত্তরে পলক বলেন, কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ এক খতম দিয়েছি।
এ সময় শারীরিক সুস্থতার বিষয়ে জানতে চান আইনজীবী রাখি। তখন পলক বলেন, আছি কোনো রকম। এ সময় পলকের কোমরে ব্যাকপেইন রোধক বেল্ট দেখা যায়।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, তিনি কারাগারে কোরআন শরীফ পড়ছেন। কারাগারেই এক খতম দিয়েছেন। কোমরে ব্যাকপেইন আছে।
গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে অসংখ্য হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেছেন তিনি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ জুলাই ২০২৫