কুতুবদিয়া প্রতিনিধি::কুতুবদিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম রবিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, মোঃ নয়ন (২৬),প্রদীপ দাশ (৫০), শ্রীমান কান্তি শীল (৫৫),আবুল মনসুর (৫৫), পিতা- মৃত সিরাজুল হক ও মনজুর আলম (৫৫)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় ও চাঁনমিয়ার পাড়া থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোট ৩শ গ্রাম গাঁজা, ৬টি গাঁজার পুরিয়া এবং সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কুতুবদিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে জানিয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলমান অভিযান আরও জোরদার করা হবে।