শিরোনাম ::
পেকুয়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক উদ্যোগ নাকি নতুন সংকটের সূচনা? উখিয়ায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী পাঁচদিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা টেকনাফে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার সৌন্দর্যের ঋতু শরতের প্রথম দিন আজ নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার-১ রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
August 16, 2025, 5:06 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

খুটাখালী স্কুল পাহাড়িকা স্টেডিয়াম থেকে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব, এলাকাবাসীর মানববন্ধন

এম জিয়াবুল হক, চকরিয়া ::
আপডেট: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরগাহপাড়াস্থ কিশলয় স্কুল পাহাড়িকা স্টেডিয়াম থেকে রাতের আধারে বালু লুটের মহোৎসব শুরু হয়েছে। স্থানীয় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র সেখান থেকে বালু উত্তোলন করে পাচার করছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। এমন পরিস্থিতিতে ওই এলাকার একমাত্র খেলার মাঠটি প্রতিনিয়ত সংকোচিত হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এই অবস্থায় শুক্রবার (১৫ আগষ্ট) বিকাল তিনটার দিকে কিশলয় স্কুল পাহাড়িকা স্টেডিয়াম থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুটাখালী ইউনিয়নের বাসিন্দা ও চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক অধ্যক্ষ এসএম মনজুর, অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার বাহাদুর হক, বিএনপি নেতা বেলাল উদ্দিন, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, বিএনপি নেতালিটন সিকদার, চাকুরীজীবি মোহাম্মদ রাশেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন-রাতের আধারে পাহাড়িকা স্টেডিয়ামের বালু উত্তোলন করে পাচার করছেন সংঘবদ্ধ একদল বনখেকো এবিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের এসিএফ, রেঞ্জকর্মকর্তাকে অবগত করা হয়েছে। কিন্তু বন প্রশাসন এব্যাপারে একেবারে উদাসীন।
তাই সরকারি বন রক্ষা এবং এলাকার শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি।
ভবিষ্যতে যারা ওয়াল ভেঙ্গে বালু উত্তোলন করতে চেষ্টা করবেন। আমরা তাদেরকে প্রতিহত করবো। আটক করে প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হবো।

বক্তারা বলেন, এলাকার যারা ইতোপূর্বে খেলার মাঠ রক্ষার জন্য প্রতিবাদ করেছে, উল্টো তাদেরকে বন মামলায় জড়িয়ে দিয়েছে বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী। এতে প্রমাণিত হয়, তিনি সরকারি বনভূমি রক্ষার জন্য দায়িত্ব নেননি, বনভূমি ধ্বংস করার জন্য বনবিভাগের দায়িত্ব নিয়েছেন।

মানববন্ধনে স্থানীয় দরগাহপাড়া মসজিদের সভাপতি ও বিএনপির নেতা মোঃ শাহাজান বাবুল বলেন-কয়েকমাস আগে যখন মাঠ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল, তখন আমি বালু পাচারকারী চক্রের সঙ্গে রীতিমতো লড়াই করে বালু উত্তোলন বন্ধ করি।
কিন্তু সেসময় বালু খেকোদের টাকায় বিট কর্মকর্তা জুয়েল আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। বনবিট কর্মকর্তার এমন উদারতার সুযোগে পাচারকারীরা এখন বালু লুটের প্রতিবাদকারী জনসাধারণকে মারধরসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে।

মানববন্ধনে খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেঠান মুন্সি বলেন-স্টেডিয়ামের গেইট এবং ওয়াল ভেঙ্গে যারা রাতে আধারে বালু উত্তোলন করে পাচার করছেন, আপনাদের হুশিয়ার করছি, ভবিষ্যতে এধরণের কাজ থেকে বিরত থাকুন।
তিনি অভিযোগ করে বলেন, বিট কর্মকর্তা জুয়েল
বালু খেকোদের সাথে আতাত করে বালু পাচারের সুযোগ করে দিচ্ছেন। তিনি এসময় স্টেডিয়ামের গেইটটি নিজের টাকা দিয়ে পূণরায় সংস্কার করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

বিএনপির নেতা ব্যবসায়ী লিটন সিকদার বলেন-স্টেডিয়াম রক্ষার জন্য যা-যা করা দরকার আমি এলাকাবাসীর সাথে উপস্থিত থেকে প্রতিহত করবে। প্রতিরোধে সবার সাথে এগিয়ে আসবো। তিনি এসময় স্টেডিয়ামে বালু লুটের কারণে হওয়া গর্তগুলো ভরাট করে মাঠটি খেলার উপযোগী করে দেয়ার আশ্বাস দিয়েছেন।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিপুল সংখ্যক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বালু উত্তোলনে জড়িত চক্রের সঙ্গে আঁতাতের অভিযোগ নাকচ করেছেন বনবিভাগের ফুলছড়ি বনবিট কর্মকর্তা জুয়েল চৌধুরী। তিনি বলেন, খুটাখালী কিশলয় স্কুল পাহাড়িকা স্টেডিয়াম থেকে অবৈধভাবে বালু লুট বন্ধে বনবিভাগ সবসময় সজাগ। সেখান থেকে বালু উত্তোলন প্রতিরোধের অংশ হিসেবে ইতোমধ্যে জড়িতদের বিরুদ্ধে বন মামলা দেওয়া হয়েছে। এছাড়া ওই এলাকায় যাতে ডাম্পার গাড়ি চলাচল করতে না পারে, সেজন্য এলাকাবাসীদের সাথে আলোচনা করে প্রতিরোধক দেওয়াল নির্মাণের বব্যস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুক্রবারের মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে সেখানে অনেক বালু খেকো উপস্থিত ছিলেন। আর মানববন্ধনে যাঁরা বক্তব্য দিয়েছেন, মুলত তাঁরা সবাই বালৃ ব্যবসায়ী। তাদের অনেকের নামে আগে থেকে একাধিক বন মামলা রয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: