শিরোনাম ::
বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলার অভিযোগে ক্ষুব্ধ মমতা, প্রতিবাদ শিল্পী মহলেও নিবন্ধন প্রক্রিয়ায় প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে ৬৫ দল বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০ বেড়েছে গোয়েন্দা নজরদারি, ‘আবাসিক হোটেল-মেস-বস্তিতে’ চিরুনি অভিযান সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান অর্থ উপদেষ্টার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ চাঁদার টাকা নিতে এসে নাটোরে ভুয়া এনএসআই সদস্য আটক ‘বাংলাদেশে ফেরত পাঠানো হবে’ সেই ভয়ে কলকাতায় এক ব্যক্তির আত্মহত্যা ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচানোর অভিযোগ, যা বললেন সাদিক কায়েম সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
August 4, 2025, 2:50 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, চাঁদার টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, আগস্ট ২, ২০২৫


ঢাকা, ০২ আগস্ট – সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ঢুকে অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছে হঠাৎই বিলাসী জীবনযাপন শুরু করা জানে আলম অপু ওরফে গৌরব জামান অপু।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকাদের নেতৃত্বে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নেতা ছিলেন অপু। চাঁদাবাজির অভিযোগে ইতোমধ্যে তাকে বহিষ্কৃত করা হয়েছে। তবে, পদে থাকা অবস্থায় সমন্বয়ক পরিচয়ে আদায় করা চাঁদার টাকায় আয়েশি জীবন ছিল তার। কিনেছেন ইয়াহামা এফজেড-এক্স ব্র্যান্ডের দামি মোটরসাইকেল। থাকতেন ফ্ল্যাট বাসায়। যদিও চাঁদার টাকায় কেনা সেই মোটরসাইকেল রাখতে পারেননি তিনি।

শুক্রবার রাজধানীর গোপীবাগ থেকে অপুকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে নিয়েই অভিযানে নামে গুলশান থানা পুলিশ। অপুর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের নবীনগরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি ১৫০ সিসি ক্ষমতাসম্পন্ন ইয়ামাহা এফজেড-এক্স ব্র্যান্ডের। যেটির বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৭ হাজার টাকা। এ ছাড়া অভিযানে চাঁদাবাজি সংশ্লিষ্ট বেশ কিছু আলামত জব্দ করা হয়।

এদিকে, গুলশানে চাঁদাবাজির ঘটনায় হওয়া মামলার অপুসহ এজাহারের নামধারী ছয় আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে শাম্মী আহম্মেদের স্বামী সিদ্দিক আবু জাফর জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানালে সেখানে গুলশান থানা পুলিশ অভিযান চালায়। সেদিন ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সুলাইমান বিন রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং অপ্রাপ্তবয়স্ক একজন। তবে, সেখান থেকে কৌশলে পালিয়ে যায় অপু। যদিও শেষরক্ষা হয়নি তার।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ আগস্ট ২০২৫

 



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: