কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা বাজার এলাকায় দুটি অভিজাত রেস্টুরেন্টের খাবার তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় আদালত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযুক্ত দুইটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব এর নেতৃত্বে আদালত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল তিনটার দিকে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় আদালতের সঙ্গে চকরিয়া থানা পুলিশের একটি টিম ও আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব। তিনি বলেন, চকরিয়া উপজেলা সদরের চিরিংগা বাজার এলাকায় দুইটি অভিজাত রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় রেস্টুরেন্ট গুলোর রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং খাবার ঢেকে না রাখা ও ফ্রিজে খাবার খোলা অবস্থায় রাখার বিষয়টি নজরে আসে আদালতের।
এসব অসঙ্গতিপুর্ণ অপরাধে ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং গ্রীনচিলি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় দুইটি রেস্টুরেন্টের মালিক এবং সংশ্লিষ্টদের খাবার তৈরি এবং বিক্রির ক্ষেত্রে একইধরনের অপরাধ না করার জন্য সতর্ক করা হয়েছে।
ভোক্তা সাধারণের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত কল্পে আদালতের ধারাবাহিক এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব। ##