চকরিয়া উপজেলার রামপুর মৌজার চিংড়িজোনের পাশে নদীর ঘাট থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার সন্ধার দিকে বদরখালী নৌপুলিশের একটি টিম ঘটনাস্থল রামপুর মৌজার কাটাবন্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বদরখালী নৌপুলিশের এসআই মহিউদ্দিন। তিনি বলেন, শুক্রবার (১ আগস্ট) সন্ধার একটু আগে স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে চকরিয়া উপজেলার রামপুর মৌজার চিংড়িজোন এরিয়া লাগোয়া কাটাবন্যা নদীর ঘাট থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওইসময় মরদেহটি নদীর তীরে ভেসে উঠে।
তিনি বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।তাঁর গায়ে হাফ হাতা ছাপা শার্ট ও লুঙ্গি পরণে ছিল। উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ অবস্থায় মরদেহটি দাফনের জন্য কক্সবাজারস্থ আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, রামপুর মৌজার চিংড়িজোন লাগোয়া কাটাবন্যা নদীর ঘাট থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতে নৌপুলিশ বাদি হয়ে চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যাবতীয় পদক্ষেপ নিয়েছেন বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন। ##