কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বিপনি বিতানে নকল কসমেটিকস সামগ্রী বিক্রি করে গ্রাহকের সঙ্গে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছেন অসাধু ব্যবসায়ী চক্র।
এ অবস্থায় বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব অভিযান চালিয়ে দুইটি দোকান থেকে বেশকিছু নকল কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে।
রোববার (১০ আগস্ট) বিকালে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আদালত নকল কসমেটিকস সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত দুই দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।
একইসময়ে আদালত পন্যের মুল্য না থাকার অপরাধে চকরিয়া ফুলকলি মিষ্টির দোকানীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযান পরিচালনাকালে আদালতের সঙ্গে চকরিয়া থানা পুলিশের একটি টিম, আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, চকরিয়া পৌরশহরের বিপনি বিতান গুলোতে কতিপয় চক্র নকল কসমেটিকস সামগ্রী বিক্রির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারনা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় বিষয়টি নিশ্চিত হয়ে রোববার বিকালে চকরিয়া পৌরশহরে অভিযান চালিয়ে নকল কসমেটিক পণ্য রাখার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় ফুলকলি শো-রুম মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এধরণের অনিয়ম অসঙ্গতি থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে আদালতের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।