শিরোনাম ::
বাংলাদেশিদের জন্য বাড়লো থাইল্যান্ডের ভ্রমণ ভিসা ফি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হলো মেজর সাদিকের স্ত্রী জাফরিনকে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা, শুরু হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত ‘শাপলা গণহত্যা’, হতাশ হেফাজতে ইসলাম ভারতের ওপর অতিরিক্ত শুল্কের পর এবার স্যাংশনের ইঙ্গিত ট্রাম্পের আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৯৩ জনের সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক
August 7, 2025, 12:51 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

চকরিয়ায় বিএনপির বিজয় মিছিল শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

২৪’র জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরচার আওয়ামী সরকার পতনের বিজয়ের ১বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকালে কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল বিজয় মিছিল শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
চকরিয়া উপজেলা ও পৌরসভা কমিটির যৌথ
আয়োজনে অনুষ্ঠিত বিশাল বিজয় মিছিল শোডাউনটি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা সোসাইটির দুই কিলোমিটার সড়ক প্রদিক্ষন করে চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে সমাবেশে মিলিত হয়।
তাঁর আগে দুপুর দুইটার পর থেকে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, দলীয় সমর্থকরা ঢাকঢোল পিটিয়ে নানান রঙের ব্যানার পেস্টুনে চকরিয়া পৌর বাসটার্মিনালে উপজেলা বিএনপির এবং চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সের সামনে জমায়েত হতো থাকে। এরপর বিকাল চারটার দিকে যৌথভাবে গনমিছিল শোডাউন শুরু করা হয়। ওইসময় মিছিলের নগরীতে পরিণত চকরিয়া পৌরশহর।

বিজয় মিছিল শোডাউনে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও চকরিয়া পৌরসভা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আবদুর রহিম।

মিছিল শেষে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.আবদুর রহিমের সঞ্চালননায় চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপা।
বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এনামুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এস.এম আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজী।
বক্তব্য দেন চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, চকরিয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ.এম ওমর আলী, চকরিয়া পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম ফোরকান, সাধারণ সম্পাদক এডভোকেট মনোহর আলম, উপজেলা শ্রমিকদলের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লাল্টু। এছাড়াও সমাবেশে চকরিয়া উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, পৌরসভার সকল ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে প্রধান অতিথি এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী বিএনপির আন্দোলন এবং ২৪’র জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করা হয়েছে। একবছর সময় অতিবাহিত হলেও এখনো বাংলাদেশের জনসাধারণ কতিপয় অপশক্তির নানামুখী ষড়যন্ত্রের কারণে গনতান্ত্রিক রাস্ট্র ব্যবস্থা পায়নি। এমন পরিস্থিতিতে জনগণের মাঝে এখনো ভীতি রয়ে গেছে।

তিনি বলেন, এখন দেশের মানুষের শুধু একটাই দাবি, তা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হোক। জনগণের ইচ্ছার প্রতিফলক হোক। কিন্তু এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। পলাতক হাসিনা দিল্লিতে বসে দোসরদের নিয়ে দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির পায়তারা করে যাচ্ছে,
আবার কেউ ক্ষমতা আঁকড়ে রাখার কৌশল করছে। এই অবস্থায় জনসাধারণকে সাথে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে জন্য বিএনপি নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত এবং সজাগ থাকার জন্য আহবান জানিয়েছেন এডভোকেট শামীম আরা স্বপ্না। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: