শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম বিলম্ব করতে চাইলে ‘টুঁটি চেপে’ ধরা হবে ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে কমিশনের প্রথম সভা আজ রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ পুলিশ বরখাস্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ১৫ আগস্ট ছাত্রশিবিরের ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হলো ৪৪ জলকপাট তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
August 14, 2025, 11:46 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশ সদস্য বাস চাপায় নিহত, আহত-১ : বাস হেলপার আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, জুন ১৮, ২০২২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় হানিফ পরিবহন নামের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মারুফুল ইসলাম (২৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। সে চট্টগ্রাম মেট্রো পুলিশ লাইনে কর্মরত আছেন।
শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৯ টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজারের দক্ষিনে সালওয়া রেস্টুরেন্টের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য চকরিয়া উপজেলার উত্তর হারবাং লাল ব্রীজ সংলগ্ন নয়া বাজার এলাকার মৃত সাংবাদিক সিদ্দিক আহমদের ছেলে। এঘটনায় অপর আহত মোটরসাইকেল চালকের তাৎক্ষনিক ভাবে নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ঘাতক বাসের হেলপার রিয়াদ (২০) কে পুলিশ আটক করেছে। আটক রিয়াদ সাতকানিয়া কেরাণীহাট জনার কেঁওচিয়া মো. কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোটর সাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মারুফ চুনতি বাজার থেকে হারবাং বাড়ির উদ্দেশ্য রওনা হয়। প্রতিমধ্যে লোহাগাড়ার চুনতি ডেপুটি বাজারের দক্ষিনে সালওয়া রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছলে চট্টগ্রাম অভিমুখি হানিফ পরিবহন নামের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহীর মাথা বাসের চাকার চাপে গুরুতর আহত হলে ঘটনাস্থলে পুলিশ সদস্য মারুফ নিহত হয়। ওইসময় তার মোটরসাইকেল ছিঁটকে পড়ে মহাসড়কের বাই সাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেল চালক আহত হন।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান ও দোহাজারী হাইওয়ে থানার এএসআই বাদশা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এএসআই বাদশা মিয়া লাশের প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহতের মা হাসিনা খানম জানান, ২০১৯ সনের শেষের দিকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন নিহত মারুফ। বৃহস্পতিবার কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন তিনি। শুক্রবার তার নানার বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ৮টার সময়ও তার সাথে কথা হয়। আমার ঔষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতেও বলেছিলাম তাকে। রাত ১০টার দিকে খবর পেয়েছি আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, সিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল মারুফ সড়ক দুর্ঘটনায় বাস চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসের হেলপারকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: