শিরোনাম ::
মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য কিছু সংস্থার দায় রয়েছে ভারতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, মন্দিরে অসংখ্য লাশ মাটিচাপা দিতে বাধ্য করার অভিযোগ চকরিয়ায় পাহাড় ধসের ঝুঁকিতে ১০ হাজার পরিবারের বসবাস,নিরাপদে সরে যেতে মাইকিং প্রশাসনের দুদককে শক্তিশালী ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে চকরিয়া পূর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ দশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা বাংলাদেশে কার্যক্রম সমাপ্ত করে ফিরে গেল ভারতীয় মেডিকেল টিম এনসিপিতে না থাকার ঘোষণা নীলা ইস্রাফিলের, যা বললেন আখতার হোসেন কুতুবদিয়ায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক-৫ পেকুয়ার টইটংয়ের শের আলী মাস্টার পাড়া সড়ক যেন মরণফাঁদ!
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চারদিন পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

চার দিনের বিরতির পর আবারও সচল হয়েছে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে ট্রলারে করে যাত্রী ও খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে।

টেকনাফ পৌর এলাকার কাইউকখালিয়া ঘাট থেকে দুপুর ১১টার দিকে দুটি যাত্রীবাহী সার্ভিস ট্রলার ৭৭ জন যাত্রী এবং খাদ্যপণ্য নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন নৌরুটে চলাচলকারী সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ।

আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টারআগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার
তিনি জানান, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় টানা চারদিন—বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত—সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। রবিবার সকালে সতর্ক সংকেত তুলে নেয় আবহাওয়া অধিদপ্তর। তবে সাগর তখনও উত্তাল থাকায় ট্রলার চলেনি। সোমবার আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ট্রলার চলাচল শুরু হয়।

ট্রলারের টিকিট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক জানান, এসবি রাফিয়া ও এসবি আশিক নামের দুটি ট্রলার ৭৭ জন নারী, পুরুষ ও শিশুকে নিয়ে এবং একটি ট্রলার খাদ্যদ্রব্য ও তাজা শাকসবজি বোঝাই করে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে।

সেন্টমার্টিনের বাসিন্দা নবী হোসেন বলেন, ‘প্রায় ১০ দিন আগে চিকিৎসার জন্য টেকনাফে এসেছিলাম। সাগর উত্তাল হয়ে যাওয়ায় ফেরার উপায় ছিল না। পরিবার-পরিজন দ্বীপে, আমি আটকে ছিলাম এপারে। এখন সার্ভিস ট্রলার চালু হওয়ায় আমরা ফিরে যাচ্ছি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছিল। প্রতিবছর বর্ষায় এমন ভোগান্তি হয়।

তিনি আরও জানান, সোমবার সকাল ১০টার দিকে সেন্টমার্টিনের জেটিঘাট থেকে এসবি ফারুক ও এসবি সাদিয়া নামের দুটি ট্রলার দেড় শতাধিক যাত্রী নিয়ে টেকনাফের দিকে যাত্রা করে। দ্বীপবাসীর দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালুর দাবি জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে চারদিন ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে আবার চলাচল শুরু হয়েছে।


আরো খবর: