শিরোনাম ::
প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানোর উদ্যোগ, নেমে আসতে পারে ৫৬-৬০ দিনে সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকা ফ্রিজ করল সিআইডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৪ ডিআইজিকে টরন্টোতে বাড়ির দাম কমছে কি কমছে না! মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে উপস্থিত ছিল প্রায় ৫৯০ শিক্ষার্থী রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী গাজায় ‘খাদ্য কেন্দ্র’ খোলার ঘোষণা ট্রাম্পের, সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১৫ মামলায় পুলিশের চার্জশিট বীরভূমে পাচারচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতার মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য কিছু সংস্থার দায় রয়েছে
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ছবির জন্য ১৬৫ কোটি পারিশ্রমিক টাইগারের!

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪
ছবির জন্য ১৬৫ কোটি পারিশ্রমিক টাইগারের!


মুম্বাই, ৩০ জুন – শিরোনাম দেখে কী ভাবছেন? গুঞ্জন? এক সিনেমার জন্য কেউ ১৬৫ কোটি রুপি পারিশ্রমিক নেয়? কিন্তু তেমনটাই করেছেন টাইগার শ্রফ। আর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র প্রযোজক সুনীল দর্শন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, নায়কদের অতিমাত্রায় পারিশ্রমিক বেড়ে যাওয়া অনেক সময়ই প্রযোজকরা ক্ষতির মুখ দেখছে। এই যেমন টাইগার শ্রফ, তার শেষ মুক্তি প্রাপ্ত সিনেমার জন্য ১৬৫ কোটি রুপি চেয়েছেন।

সুনীল আরও বলেন, এমন বহু নায়ক রয়েছেন, যাদের ঝুলিতে কোনও হিট নেই। তারাও শত কোটি রুপি চান। এ অবস্থায় প্রযোজনা সংস্থার খুব চাপ। তবে শুধু টাইগার শ্রফ নন, অক্ষয়ের পারিশ্রমিক শুনলেও অবাক হবে সবাই।

১৯৯৮ সালে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল । ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। সেই সিনেমার নাম ধরে মুক্তি পায় অক্ষয় ও টাইগারের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। তবে বক্স অফিসে একেবারেই চলেনি সিনেমাটি। আর এই সিনেমার জন্যই ১৬৫ কোটি টাকা পারিশ্রমিক চান টাইগার।

তবে শেষ পর্যন্ত কত টাকায় তিনি রাজি হন, তা জানাননি প্রযোজক সুনীল দর্শন।

আইএ/ ৩০ জুন ২০২৪





আরো খবর: