ঢাকা, ১৪ আগস্ট – ছিনতাই বেড়ে গেলে মানুষ অনিরাপদ বোধ করে উল্লেখ করে সাব ইন্সপেক্টরদের (এসআই) উদ্দেশে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপস্থিত এসআইদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তাই তদন্তের মানোন্নয়নে আরও ভূমিকা রাখতে হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
ঢাকার পুলিশ প্রধান আরও বলেন, নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালন করতে হবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ আগস্ট ২০২৫