কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে টেকনাফের বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র ও মিল্টন দে এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা, নগদ ২৩ হাজার টাকা এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার তিন মাদক কারবারির নাম ও পরিচয় জানা যায়নি, তবে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘টেকনাফে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।’