শিরোনাম ::
ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য জাকের আলীর শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে মাইলস্টোন ট্র্যাজেডি, ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল মাইলস্টোন ট্র্যাজেডি ও একজন মাহরিন চৌধুরী গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার ‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ইয়াবা-অস্ত্রসহ একাধিক মামলার ৪ আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন থেকে ইয়াবা ও ভারি অস্ত্রসহ একাধিক মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের একটি মাছের ঘেরে এ অভিযান চালানো হয়।

এতে গ্রেফতার বদি আলম প্রকাশ বদাইয়ার (৩৬) বিরুদ্ধে ১১ টি, তার সহযোগী আব্দুর রহমান (২৩) এর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। একই গ্রেফতার দেলোয়ার হোসেন ভেটো (৩২) ও ইউসুফ মিয়া (৩৭) এর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

এ সময় উদ্ধার করা হয়েছে, ১০ হাজার ইয়াবা, ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড ভাঙ্গা কার্তুজ, ব্রাউড খালি খোসা, ১ টি চাপাতি, ১ টি রামদা, ১ টি ভ্যাগার, ২ টি চাকু, ১ টি ইয়াবা সেবনের ফয়েল পেপার, ১ টি ইয়াবা সেবনের ফিল্টার, অর্ধেক বোতল বিদেশী মদ ও বিদেশী মদ সেবনের পর ফেলে দেয়া ৩ টি খালি বোতল উদ্ধার করা হয়। এছাড়াও নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা পাওয়া যায়।

এনিয়ে র‌্যাব ১৫ এর অতিক্তির পুলিশ সুপার সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারদের টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আরো খবর: