August 12, 2025, 5:11 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

টেকনাফে মাটিচাপা দেয়া অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, জুলাই ১, ২০২৪

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় একটি লবণের মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মাটিচাপা দেয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) সকালে হ্নীলা আলীখালী হাইওয়ে ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরদেহের পরনে কালো রঙের প্যান্ট এবং শার্ট পরিহিত। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ মাটির নিচে চাপা দেয় দুর্বৃত্তরা। তদন্তপূর্বক হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

টেকনাফ থানার ওসি ওসমান গনি জানান, মাটিচাপা দেয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের কাজ চলছে।

ওসি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: