শিরোনাম ::
ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে মালয়েশিয়া পাচারকালে গোপন আস্তানা থেকে ১২ রোহিঙ্গা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ১২রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

এ সময় পাচারকাজে জড়িত চারজনকে আটক করা হয়।
সোমবার (৪নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়।এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে তিন নারী ও নয় শিশু রয়েছে। উদ্ধার রোহিঙ্গারা সকলে উখিয়া বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী এলাকার মোঃ কাশেমের ছেলে নুরুল আমিন (২৫) একই এলাকার কেফায়েত উল্লাহ ছেলে নুরুল আফসার (১৯) হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মোঃ আল আমিন (২৪)।

ওসি গিয়াস উদ্দিন জানান,সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজার থেকে ৫০০গজ দূরে ফয়সালে লিজকৃত জায়গা সুপারি বাগানের ভিতর সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে। এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল।পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়।পরে ফয়সালের সুপারি বাগানে তল্লাশি চালিয়ে ৩ নারী ও ৯শিশুকে উদ্ধার করা হয়।ওসি আরও জানান,উদ্ধার করা ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।


আরো খবর: