শিরোনাম ::
রংপুরে হত্যাচেষ্টা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার সন্ধ্যার মধ্যে চার বিভাগে অতিভারি বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম বিলম্ব করতে চাইলে ‘টুঁটি চেপে’ ধরা হবে ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে কমিশনের প্রথম সভা আজ রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ পুলিশ বরখাস্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ১৫ আগস্ট ছাত্রশিবিরের ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হলো ৪৪ জলকপাট
August 14, 2025, 12:10 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫


ঢাকা, ১৪ আগস্ট – রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নাজিম (২২), এ এম আবদুর রশীদ (৪৭), হৃদয় হোসেন (২০), শাকিল (২২), আকাশ ওরফে পিচ্চি সোহেল (২২), হৃদয় (২০), রাজিব (২২), রনি (২৩), কাজী মহিদ আহমেদ টিটু (৩৫), মহির উদ্দিন (২৩), মুন্না (২০), ওয়াহিদ (২৭), বকুল (৫০), মো.চান (২৪), হোসেন আলী (৩৫), মির্জা আহমেদ আলী (৪৯), মাসুদ (৩০)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জনি (২৭), মো.লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির (২২), মো. সোহাগ মিয়া (৩২), মো.নাজমুল (১৯), মো.সাকিব (২০), মো.রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো.সোহেল হোসেন (২১), মো.তুহিন (১৮), মো.মেহেদী হাসান (২১), মো.আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল (২৫), মো. রুবেল (২৮), মো.মুহিন (১৫), মো. মিঠু (২৩), মো.নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো.সুমন (২০), মো. মামুন হাসান (২০), মো.রিপন (৩৪), মো. সুজন (২৬), মো.ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১), সোহান গাজী (১৯)।

তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চারজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ চারজন গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মনির (২৫), পলাশ (২২), রনি (২০), নাহিদ মাহমুদ (৩০)। হাতিরঝিল থানা পুলিশ মো. জুয়েল (৩০) নামে একজনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: