শিরোনাম ::
রেহানা পারভীনের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড – DesheBideshe কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, সীমান্তের ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি ‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ বিমানে মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, রহস্যজনকভাবে মরদেহ উধাও! বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সেমিনার ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দিনে ব্যবসায়ী, রাতে ইয়াবা কারবারী!

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩


ঢাকা, ২৮ এপ্রিল – ইয়াবা বিক্রির অভিযোগে মোঃ দ. রুস্তুম কসাই (৩৯) নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার রাতে মিরপুর মডেল থানার ট্যাকনিক্যাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুস্তম মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মো. জানে আলম ওরফে কালুর ছেলে। রুস্তম দিনে মাংস বিক্রি করেন, আর রাতে ইয়াবা বিক্রি করেন ব‌লে জা‌নিয়ে‌ছে পু‌লিশ।

মিরপুর ম‌ডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, রুস্তম কসাই মিরপুরের চিহ্নিত মাদক বিক্রেতা। তিনি মূলত ইয়াবা বিক্রি করেন। তবে তিনি ইয়াবা বিক্রি করেন ছদ্মবেশে। তিনি মূলত মাংস বিক্রি করেন।

রায়েরবাজার এলাকায় তিনি কসাই হিসেবে মাংস বিক্রি করেন। দিনের বেলা এই কাজেই তিনি ব্যস্ত থাকেন। আর রাত হতেই বেরিয়ে পরেন ইয়াবার প্যাকেট নিয়ে।

বৃহস্প‌তিবার রা‌তেও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ট্যাকনিক্যাল মোড় এলাকায় যান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় এক হাজার ইয়াবা।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ এপ্রিল ২০২৩


আরো খবর: