শিরোনাম ::
কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন বসতঘরে মিলল ১ লাখ পিস ইয়াবা, নারী আটক
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দুই ইয়াবা ব্যবসায়ী ‘ধরিয়ে’ দিল আরও দুজনকে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

দুই ইয়াবা ব্যবসায়ী ‘ধরিয়ে’ দিল আরও দুজনকে
পুলিশের হাতে গ্রেপ্তার চার মাদক কারবারি

বাসযাত্রী সেজে ঢাকায় মাদক পাচারের সময় মুরাদপুর মোড়ে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে দুই ব্যবসায়ী। এরপর বন্দরের কলসী দিঘীর মুখ এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার ইয়াবা, আইস, ফেনসিডিল, গাঁজাসহ এই চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন— মো. দিদার (৩৪), মো. সোয়াইব সরকার (৪৮), মো. রফিক (৩৮), এবং মো. তৈয়ব (২৮)। এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ ও ৪ গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, নগরের মুরাদপুর মোড়ে কক্সবাজার থেকে আসা ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। তল্লাশিতে দিদার ও সোয়াইব সরকার নামে দুইজনের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে ওই সময় তাদের সঙ্গে জড়িত আরও দুইজনের তথ্য দেয়। পরে তাদের সঙ্গে নিয়ে বন্দরের কলসী দিঘীর মুখে ইপিজেড সংলগ্ন একটি বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে আরও দুই মাদক ব্যবসায়ীকে (রফিক ও তৈয়ব) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ ও ৪ গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ ১ লাখা ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৭৯ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি নাজিম উদ্দিন মজুমদার।


আরো খবর: