শিরোনাম ::
কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন বসতঘরে মিলল ১ লাখ পিস ইয়াবা, নারী আটক
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বার্মিজ সুপারিসহ আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি::

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির পৃথক অভিযানে ১৮ হাজার ৩০৫ পিস ইয়াবা ও বাংলাদেশি নগদ ৮০ হাজার টাকাসহ একজন আসামী এবং মালিকবিহীন ০২টি ডাম্পার ট্রাক ও ৬ হাজার ৭৭৩ কেজি বার্মিজ সুপারী আটক করা হয়েছে।

১৭ জুলাই রাত ৩ টায় ব্যাটালিয়ন সদরের একটি টহলদল কম্বনিয়া চেরারকুল নামক স্থান হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামী ১৮ হাজার ৩০৫ পিস ইয়াবা ও বাংলাদেশি নগদ ৮০ হাজার টাকাসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামী হল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বনিয়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মো.কামাল হোসেন (২৪)।

এছাড়াও ১৬-১৭ জুলাই ২০২৩ তারিখ পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকা হতে সর্বমোট ৬ হাজার ৭৭৩ কেজি সুপারী, ৯০ প্যাকেট পিনাট চকলেট ও ২টি মিনি ডাম্পার ট্রাক আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জোন কমান্ডার লে.কর্নেল রেজাউল করিম বলেন,বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে যে কোন চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে এবং দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য,জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি কর্তৃক গবাদী পশু এবং সুপারী নিলামের মাধ্যমে প্রায় ২৬ কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।


আরো খবর: