শিরোনাম ::
পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে বিএনপি আন্তর্জাতিক আদালতে যাবে দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণে রাখছে সরকার গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে প্রাণ গেল কিশোরের সিন্ধুতে ভারত বাঁধ নির্মাণ করলে মিসাইল মেরে ধসিয়ে দেবে পাকিস্তান হজ কার্যক্রমে অংশ নিতে দ্বিতীয় পর্যায়ে অনুমতি পেল ২৩৪টি এজেন্সি দেশে আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো হয়েছে, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন করতে পারব বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো স্বাস্থ্যের দুই শীর্ষ কর্মকর্তাকে নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের জরুরি নির্দেশনা শিক্ষার্থীরা এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন চাদে সহিংসতা উস্কে দেয়ার দায়ে সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড
August 11, 2025, 3:59 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

পেকুয়ায় সালাহ উদ্দিন আহমদ আগমনে টইটংয়ে প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, আগস্ট ২৪, ২০২৪

নাজিম উদ্দিন,পেকুয়া::

জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ আগামি ২৮ আগস্ট নিজ এলাকা আগমনে কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার( ২৪ আগস্ট) বিকেলে টইটং উচ্চ বিদালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এস এম ইমন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জড.এম মোসলেম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, টইটং ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মো.ইসমাইল বাহার, নুর আহমদ নূরী, আকতার আহমদ, উপজেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোছাইন চৌধুরী, টইটং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, টইটং ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল কাদের, সাংগঠনিক সম্পাদক
নুরুল আলম নয়ন, সহ সাধারণ সম্পাদক আনিস, রেজাউল আজিম, তৌহিদুল ইসলাম মো.জুনাইদ,সাইদুল মোস্তাকিম বাবুসহ ছাত্রদল, যুবদল,ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, ফ্যাসিবাদী সরকারের আয়নাঘরে বন্দি রাখার পর ভারতের মেঘালয়ে রেখে আসে আমাদের নেতা সালাহ উদ্দিন আহমদকে। সেখানে দীর্ঘ ৯বছর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরে আসেন। আগামী ২৮আগস্ট আমাদের সকলের প্রিয় নেতাকে পেকুয়ায় বীরের বেশে বরণ করে নেয়া হবে। হাজার হাজার দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসী অধীর অপেক্ষায় আছে তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সুশৃঙ্খলভাবে আমাদের টইটং সকল স্তরের নেতা কর্মীসহ সাধারনজনগণ সংবর্ধনার মাধ্যমে নেতাকে বরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: