শিরোনাম ::
ট্রাইব্যুনালে নারীর সাক্ষ্য, আমার এই অন্ধত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা গভীর রাতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের আজ বন্ধ থাকবে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম জামায়াতের আমিরের দ্রুত সুস্থতা কামনা করেছে চীন-পাকিস্তান ও ফিলিস্তিন ঢাকাসহ দেশের তিন বিভাগে বেশি বৃষ্টির আভাস সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড, ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড রেজুপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি উখিয়ায় বিজিবির অভিযানে পিস্তলের গুলিসহ এক রোহিঙ্গা আটক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মঞ্চ প্রস্তুত, নিরাপত্তা জোরদার
August 5, 2025, 10:25 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

প্রিজাইডিং অফিসারের ক্ষমতা ও নিরাপত্তা জোরদার করতে ইসির ৭ সুপারিশ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫


ঢাকা, ০৪ আগস্ট – ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতায়নসহ দেহরক্ষী দিতে উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভোট ব্যবস্থাপনার উন্নয়নে আরও কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে মাঠ কর্মকর্তাদের প্রস্তাব পাঠাতে বলেছে সংস্থাটি।

সোমবার (৪ আগস্ট) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সবাইকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯(১খ) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার প্রত্যেক ভোটকেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারকে সহায়তা দেওয়ার জন্য তদ্বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করে থাকেন। নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র প্রধান হিসেবে প্রিজাইডিং অফিসারের ক্ষমতায়ন, কর্মপরিধি (দায়িত্ব ও কর্তব্য) ও নিরাপত্তা বিধান অত্যাবশ্যক। ভোটকেন্দ্রে মোতায়েন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ জোরালো করা প্রয়োজন মর্মে নির্বাচন কমিশন সাতটি সুপারিশ দিয়েছেন।

সুপারিশগুলো হলো-

১. প্রিজাইডিং অফিসার ও তার টিম মালামালসহ কেন্দ্রে পৌঁছানোর জন্য যথোপযুক্ত যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করা।

৪. যতদূর সম্ভব কেন্দ্রের সব মালামাল ও জনবল একইসঙ্গে কেন্দ্রে যাওয়া এবং অবস্থান বাধ্যতামূলক করা।

৫. প্রিজাইডিং অফিসার নিজস্ব ব্যবস্থাপনায় যাতে তাদের কেন্দ্রের জনবলের আহারের ব্যবস্থা করেন তা নিশ্চিত করা।

৬. গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৯ (ক) অনুচ্ছেদ অনুসরণে প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়নের বিষয় বিবেচনা নেওয়া।

৭. মোবাইল অ্যাপসের মাধ্যমে রিটার্নিং অফিসার, স্ট্রাইকিং ফোর্স সর্বোপরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা করা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: