শিরোনাম ::
পরিযায়ী শ্রমিকের স্ত্রী-সন্তানকে ‘মারধর’ করল পুলিশ, ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রীর সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি-তদবির করতে গেলে ধরে পুলিশে দিন আগামী হজ কার্যক্রমে অংশ নিতে প্রথম পর্যায়ে অনুমতি পেল ১৫৫ এজেন্সি চকরিয়ায় তাণ্ডব চালিয়ে গরীব কৃষকের ঢেঁড়শ ক্ষেত গুড়িয়ে দেয়ার অভিযোগ চকরিয়ায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা উঠান থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানের লাহোর-ইসলামাবাদ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ৯ বাসযাত্রী নিহত ৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার গাজায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে আরব আমিরাত ও জর্ডান এনসিপির পদযাত্রায় নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদন পায়নি একনেকে
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বক্তব্য টুইস্ট করা হয়েছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩


সিলেট, ১৭ ফেব্রুয়ারি – বিদেশি কূটনীতিকের বাংলাদেশ সফর ঘিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্য অতিরঞ্জিত (টুইস্ট) করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন সম্পর্ক আরও দৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা লিখেছেন- ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। সবাই আমার বক্তব্য টুইস্ট করেছেন।

আজ শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরে তিনি বলেন, খাতটি থেকে সরকার ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা আয় করছে। এ জন্য এখানে বিনিয়োগে মানুষকে উৎসাহিত করতে হবে।

কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বাড়িঘরসহ স্থাপনা পুনর্নির্মাণে শ্রমিক লাগলে, দিতে পারব বলেছি। তাদের এ খাতে লোকবল রয়েছে। এরপরও তিনি বিষয়টি বিবেচনা করবেন জানিয়েছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক মাইস্লাম রাজেশের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হাবীব, গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ মারুফ হাসান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী প্রমুখ।

এদিকে, সিলেট শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহ একাডেমি মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ১৫ গুণী শিল্পীকে সম্মাননা পদক তুলে দেন। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩


আরো খবর: