ঢাকা, ১৬ আগস্ট – রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে বসুন্ধরার ই ব্লকের ১৪ নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মারা যাওয়া শ্রমিকরা হলেন- রাব্বি (২০), লিটন (৩৫) ও ফরিদুল (৪০)। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল খালিদ।
তিনি বলেন, ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধারের জন্য আরও দুইজন নিচে নামেন। পরে কেউ উঠে না এলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, কোনো ট্যাংক অনেকদিন আটকানো থাকলে সাধারণত মিথেন গ্যাস তৈরি হয়। তিন শ্রমিকের মৃত্যু এ গ্যাসের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ আগস্ট ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বসুন্ধরায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার first appeared on DesheBideshe.