August 10, 2025, 1:37 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

বাংলাদেশসহ অন্য প্রতিবেশীরা ক্রমেই ভারত থেকে দূরে সরে যাচ্ছে

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, আগস্ট ১০, ২০২৫


নাগপুর, ১০ আগস্ট – বাংলাদেশসহ অন্য প্রতিবেশীরা ক্রমেই ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার।

শনিবার (৯ আগস্ট) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।

শারদ পাওয়ার বলেন, প্রতিবেশী দেশগুলো ভারতের কাছ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীরা আমাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ট্রাম্পের চাপানো ৫০ শতাংশ শুল্ক নিয়ে ভারতের সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এ মূহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত।

ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না এমন প্রশ্নে কোনও মন্তব্য না করে শারদ পাওয়ার বলেন, ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন তার কাজ করার স্টাইল আমরা দেখেছিলাম। আমার মনে হয়, তার ওপর কারও কোনও নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন।

 



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: