জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে টেকনাফের বাহারছড়া ৫নং আংশিক ও ৬নং ওয়ার্ডের সহযোগী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
১৫ আগস্ট (শুক্রবার) বিকালে জাহাজপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বিশাল সহযোগী সমাবেশ জাহাজপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন মাস্টার এরশাদুর রহমান।
ওয়ার্ড সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসেন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও উখিয়া-টেকনাফ ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন-টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ।
সভায় ৫নং আংশিক ও ৬নং ওয়ার্ডের জাহাজপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলাম। ঘোষিত কমিটিতে জাহাজপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, টেকনাফ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ছৈয়দুর রহমানকে প্রধান পরিচালক ও হাফেজ দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৪৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উদ্বোধনী বক্তব্য রাখেন, বাহারছড়া ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ।
বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ জায়নত উল্লাহ, ৬নং ওয়ার্ড সহসভাপতি আহমদুর রহমান, ৬নং ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাকের হোসাইন, যুব বিভাগ ইউনিয়ন সহ-সেক্রেটারি এহসান উল্লাহ, যুব বিভাগ ৬নং ওয়ার্ড সভাপতি সায়েম সিকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন ৬নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক হাফেজ আবুল কালাম, প্রবাসী আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মমতাজ আহমদ, ৬নং ওয়ার্ড পেশাজীবি সভাপতি ডা. আমানত উল্লাহ, ইউনিট সেক্রেটারি মাস্টার মোহাম্মদ উল্লাহ।
###