কলকাতা, ২৮ জুলাই – গরু বা কয়লা পাচারের মামলায় একাধিকবার নাম জড়িয়েছে বীরভূমের। গ্রেফতার হয়েছিলেন খোদ অনুব্রত মণ্ডল। এবার সেই বীরভূমে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুললেন, প্রশাসনের সঙ্গে আঁতাতেই চলে পাচার। এখনও পাচার চলছে বলেও মন্তব্য করেন মমতা। আর সেই অভিযোগ তিনি আঙুল তুলেছেন বিজেপির দিকে।
এদিন প্রশাসনকি বৈঠকের মঞ্চে উপস্থিত ছিলেন অনুব্রত, কাজল শেখ, শতাব্দী রায় সহ শাসক দলের একাধিক নেতা-নেত্রী। উপস্থিত ছিলেন জেলার সব প্রশাসনিক আধিকারিক। সেখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে এখনও যেগুলো পাচার হয়, আমি মনে করি তাতে অন্য রাজনৈতিক দল যুক্ত আছে। প্রশাসনের অনেকেও যুক্ত আছে। এই কাজটা দয়া করে কেউ করবেন না।”
মমতার দাবি, আদতে বিজেপি নেতারা ওই পাচারের সঙ্গে যুক্ত থাকলেও দোষ দেওয়া হয় শাসক দলকে। মুখ্যমন্ত্রী বলেন, “অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।” নাম না করে জেলার সরকারি অফিসারদেও কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, যারা করে খাচ্ছে, তাদের ভয় পাচ্ছেন? তাদের সঙ্গে সম্পর্ক রেখে ৫০-৫০ অঙ্ক কষছেন। আমি থাকতে কোনও ৫০-৫০ হতে দেব না।”
সূত্র: টিভি নাইন
এনএন/ ২৮ জুলাই ২০২৫