শিরোনাম ::
August 16, 2025, 12:42 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মহেশখালীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পর্শে ২ জেলের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, মে ১৫, ২০২৪

মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর আদর্শ গ্রাম এলাকায় টমটমের গ্যারেজে শর্ট সার্কিটের ঘটনায় বিদ্যুৎস্পর্শে ২ জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ২ টার দিকে টানা জাল দিয়ে নদী থেকে মাছ সংগ্রহ করে টমটম গ্যারেজে বিশ্রাম নিতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার নুরুল আলমের পুত্র মোহাম্মদ আবছার (৩১) এবং মৃত আবুল খাইরের পুত্র মো. ইমন (২৯)।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য আমির হামজা কালু বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে দুপুরে নদী থেকে মাছ ধরে ফেরার পথে নুরুল আমিনের টমটমের গ্যারেজে প্রচণ্ড গরমে বিশ্রাম নিতে গেলে সেখানে সংঘটিত শর্ট সার্কিটে বিদ্যুতস্পর্শে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, শাপলাপুরে বিদ্যুতের শর্ট সার্কিটে ২ জনের মৃত্যু হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: