শিরোনাম ::
জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি ও পুনর্বাসনের আহ্বান জামায়াত আমিরের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে, জানা গেল চূড়ান্ত সময় সূচি নির্বাচনী চ্যালেঞ্জে আমরা ব্যর্থ হলে খেসারত পুরো জাতিকে দিতে হবে আগে যে ব্যবসায়ী এক লাখ টাকা ঘুষ দিতেন, এখন তাকে ৫ লাখ দিতে হয় নির্বাচনের আগে লুট হওয়া ও অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা হবে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুই শিক্ষার্থীকে ছাড়পত্র চকরিয়ায় নিজ বাড়িতে টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতা করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে নিহত পাইলট তৌকিরের পরিবারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সীমান্তে উত্তপ্ত থাইল্যান্ড-কম্বোডিয়া, নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান কম্বোডিয়ার
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এবার মৃত্যুর মিছিলে যোগ হলো জারিফ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫


ঢাকা, ২৬ জুলাই – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ ফারহান (১৩)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। আজ সকাল ৯টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।”

জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা হাবিবুর রহমান ও মা রাশেদা ইয়াসমিন।

এর আগের দিন শুক্রবারও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুশিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান (১০) ও মুসাব্বির মাকিন (১৩) মারা যায়। আয়মানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

সবশেষ তথ্য অনুযায়ী, মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। আহত অবস্থায় রাজধানীর সাতটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় অর্ধশত।

তিনি জানান, বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি ৪০ জন রোগীর মধ্যে পাঁচজন আশঙ্কাজনক, ১০ জন সিভিয়ার এবং ২৫ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছে। ১০ জন রোগীকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে, বাকিদের স্থানান্তর করা হয়েছে কেবিনে। শনিবার ৪-৫ জন রোগীকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভেন্টিলেশনে থাকা দুই রোগী এখন নিজেরা নিঃশ্বাস নিতে পারছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এর আগে ১টা ৬ মিনিটে তেজগাঁওয়ের এ কে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর এটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটি জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আহত হন, যাদের অধিকাংশই শিশুশিক্ষার্থী। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন।

আহতদের চিকিৎসায় চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষ মেডিকেল দল বাংলাদেশে এসে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৬ জুলাই ২০২৫



আরো খবর: